ঢাকাMonday , 29 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নব নিযুক্ত এএসপি নাদিম

admin
September 29, 2025 3:02 am
Link Copied!

স্টাফ রিপোর্টার ; চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মীরসরাই সার্কেলের নব নিযুক্ত এএসপি মোঃ নাদিম হায়দার চৌধুরী রবিবার রাতে জোরারগঞ্জ ও মীরসরাই থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম এবং সংশ্লিষ্ট থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, তিনি বারইয়ারহাট পৌরসভার রামলোচন মহাজন বাড়ী পূজা মন্ডপ, খিল হিঙ্গুলী কালী বাড়ী, হাজিশ্বরাই প্রাথমিক স্কুল প্রাঙ্গণ, গোপীনাথপুর দুর্গাপূজা মন্ডপ, মিঠাছড়া বাজার শ্রীশ্রী মহামায়া মন্দির, আবুতোরাব বাজার শ্রী শ্রী জগন্নাথ ধাম শিব মন্দির ও কালী মাতা বিগ্রহ বাড়ূ পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এবিষয়ে মীরসরাই সার্কেলের নব নিযুক্ত সহকারি পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী বলেন, “শারদীয় দুর্গাপূজা সর্বজনীন আনন্দের উৎসব। পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।” এসময় তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা জানিয়ে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং নির্বিঘ্ন এবারের শারদীয় উৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও তিনি এই উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি ও সম্প্রীতি বিনষ্টকারী গোষ্ঠীর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।