স্টাফ রিপোর্টার ; শারদীয় উৎসবের মহাসপ্তমীতে চট্টগ্রামের সীতাকুন্ড ও মীরসরাইয়ের বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন অর্ন্তবর্তী সরকারের মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)।
জানা যায়, সোমবার তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ মন্দির, শ্রীশ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি, মীরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালী বাড়ি সর্বজনীন দুর্গা পূজামন্ডপ, সীতাকুণ্ড উপজেলার প্রেমতলা সর্বজনীন পূজামন্ডপ ও বড় বাড়ি সর্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপদেষ্টা বলেন, এদেশকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নয়, এটি সর্বজনীন অনুষ্ঠান। নানানভাবে মানুষ এই আয়োজনের সাথে যুক্ত। যিনি মিষ্টান্ন তৈরি করেন তিনি যেমন যুক্ত আছেন, যিনি কাপড় তৈরি করেন তিনিও এই আয়োজনের সাথে যুক্ত। আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে সুন্দর করে বানাতে পারি। এটা ছাড়া আর কোন দেশ নেই। এটাকে আমাদের চমৎকার করে গড়ে তুলতে হবে। সমৃদ্ধ করতে হবে। সুখী করতে হবে। এখানকার আইনশৃঙ্খলা, এখানকার প্রশাসন সবকিছু আমাদের নিজস্ব। এরা কেউ বিদেশ থেকে আসেনি। আগে এরা স্বাধীনভাবে কাজ করতে পারতো না। এখন তারা সকল ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বহুকাল ধরে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করে আসছি। এই ধারা অব্যাহত রাখতে হবে।
শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে আছেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা ও উপজেলার নেতৃত্ববৃন্দসহ মীরসরাই, সীতাকুন্ড উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
