স্টাফ রিপোর্টার : মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার ১নং বিট করেরহাট ইউনিয়নের গেড়ামারা ফরেস্ট অফিসের গেইটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টায় একটি সিএনজিচালিত অটোরিকশা সিগন্যাল দিলে সিএনজিটি মাঝপথে থামিয়ে চালকসহ অজ্ঞাতনামা ২-৩ জন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই সিএনজি অটোরিকশার ভিতর থেকে ৪টি বস্তায় ১’শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারপূর্বক মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিঅটোরিকশা জব্দ করে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
