স্টাফ পিৃপোর্টার : মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) ভোরে ও সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ও দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলু বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১০৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ইদ্রিস মহাজন (৪৮) ঘটনাস্থলেই মারা যান।
নিহত ইদ্রিস ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার বাসিন্দা এবং মৃত সুলতান মহাজনের ছেলে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
অন্যদিকে, সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রোর সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন নির্মাণশ্রমিক মোহাম্মদ কবির (২০)।
তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
