অনলাইন ডেস্ক ; গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বসতবাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুআরা বেগম (৩৮) নামের দম্পত্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার উদয় সাগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় গেফতারকৃতদের বাসতবাড়ি শোবার ঘর তল্লাশি চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, জব্দ করা মাদকের দাম প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
