স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও ট্রান্সফর্মার চুরির মালামালসহ ৫ জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন : ট্রান্সফরমারের মালামালসহ চুরির আসামি উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালামিয়া হাজ্বী বাড়ির ছোকধনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশাহ (২৮), ইয়াবাসহ মাদক কারবারি মিরসরাই সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মোটবাড়িয়া এলাকার আহসান উল্লাহ মাঝি বাড়ির শহিদুল হকের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৮), দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ারা বেগম, যৌতুকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি তাজুল ইসলাম ও মো. শাকিল।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আরমান বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও ট্রান্সফর্মার চুরির মালামালসহ ৫ আসামিকে আটক করা হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
