ঢাকাWednesday , 8 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের মীরসরাইয়ে চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট

admin
October 8, 2025 10:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ওই জালের আনুমানিক মূল্য এক লাখ ২৫ হাজার টাকা।

বুধবার (৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডোমখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরে নেতৃত্বে পরিচালিত অভিযানে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় অবৈধভাবে সাগরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, গত ৩ অক্টোবর থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিছু অসাধু জেলে চরঘেরা জাল দিয়ে সাগরে মাছ আহরণ করছে এমন তথ্যে ভিত্তিতে ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়। তবে বালু উত্তোলন কাজে ঘটনাস্থলে কাউকে আটক করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।