ঢাকাTuesday , 14 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে কিশোরীকে বাসে ধর্ষণ ; গ্রেফতার চালক

admin
October 14, 2025 12:13 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে আসা এক কিশোরী বাসযাত্রীকে ধর্ষণের অভিযোগ আর.কে পরিবহন বাসের চালককে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে বগুড়া শহরতলীর বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে বাসের মধ্যে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়।

ঘটনাটি পুলিশ জানতে পেরে রাত ৯টার দিকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে বাসচালককে আটক  করে।

গ্রেফতার আসামি বাসচালক রাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

ধর্ষণের শিকার কিশোরী জানান, ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক সোমবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে প্রেমিকার সাথে দেখা করতে কড্ডার মোড় আসে।

এরপর প্রেমিক-প্রেমিকা ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আরকে পরিবহনের একটি বাসে কড্ডার মোড় থেকে ওঠে।

পুলিশ সূত্র জানা যায়, বাসের হেলপার সুপারভাইজার বাসের মধ্যেই বুঝতে পারে তারা প্রেমিক- প্রেমিকা। দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়া শহরতলীর বনানীমোড়ে পৌঁছালে সব যাত্রী নেমে যায়। কিন্তু বাসের হেলপার ও চালক ওই কিশোর-কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি টেনে নিয়ে যায় পর্যটন মোটেলের অদূরে বিভিন্ন যানবাহন পরিষ্কার করার একটি গ্যারেজে। সেখানে বাসের হেলপার কিশোর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বাসচালক রাকিব ওই কিশোরীকে বাসের মধ্যে ধর্ষণ করে ছেড়ে দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে ওই কিশোর-কিশোরী বাড়ি ফিরে যাওয়ার জন্য ঠনঠনিয়া বাস টার্মিনালে আসে। সেখানে কিশোরীর কান্না দেখে কয়েকজন বাস শ্রমিক ঘটনাটি জানতে পারে। পরে কতিপয় পরিবহন শ্রমিক নেতা ধর্ষণের ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দিয়ে তাদেরকে ঢাকাগামী একটি বাসে তুলে দেন। এদিকে আরকে পরিবহনের ওই বাসচালক সন্ধ্যায় বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

সন্ধ্যার পর পুলিশ ঘটনাটি জানতে পেরে পুলিশের একাধিক টিম মাঠে নামে। রাত ৯টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক করে।

বগুড়ার পুলিশ জেদান আল মুসা জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার জবানবন্দি অনুযায়ী বাসচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। টাঙ্গাইলে আটক বাসচালককে বগুড়ায় আনা হচ্ছে এবং হেলপারকে আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।