সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পূর্ব খৈয়াছড়া এলাকার আনোয়ারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।
গ্রেফতার আসামিরা হলেন : উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া এলাকার মৃত জানে আলমের ছেলে মো. নজরুল ইসলাম (৬৫), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফেনাফুনি এলাকার করিম ড্রাইভার বাড়ির রহুল আমিনের ছেলে আব্দুর রহমান (২০) ও মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বটতল এলাকার জাহিদ হোসেনের ছেলে আরিফ হোসেন (২১)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় বৃদ্ধসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
এসময় তাদের তল্লাশি করে ৫০৫ গ্রাম জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
