অনলাইন ডেস্ক : সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতার আসামিরা হলেন : এমদাদ হোসেন ও শামীম হোসেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একটি দল রমনার সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল কোতোয়ালি থানার সাজা পরোয়ানাভুক্ত আসামী শামীম হোসেনকে গ্রেফতার করে। আদালত শামীম হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা ও দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল।
অপরদিকে একই দুপুরে সিটিটিসি আরেকটি অভিযানিক দল গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সাজা পরোয়ানাভুক্ত আসামী এমদাদ হোসেনকে আটক করে। আদালত তাকে ৭০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন।
উভয় গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
