ঢাকাThursday , 16 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ; ১৩ দিনে ১০০ জেলের কারাদণ্ড ও মামলা

admin
October 16, 2025 8:53 pm
Link Copied!

রাজবাড়ী জেলার পাংশা ও গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড ও মামলা দেওয়া হয়।

এ নিয়ে গত ১৩ দিনে মোট ১০০ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মাহবুব-উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৬ কেজি ইলিশ, ১ লাখ ৭ হাজার মিটার জাল, পাংশা উপজেলায় ১১ জনের ৯ দিন করে, ১ জনের ৭ দিন, ১ জনের ১৫ দিন করে কারাদণ্ড ও গোয়ালন্দ উপজেলায় ১১ জনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৩৪টি ভ্রাম্যমাণ আদালতে ১০৫টি অভিযানে ৩৯৭ কেজি ইলিশ, ১১ লাখ মিটার জাল জব্দ করাসহ ১০০ জন জেলেকে কারাদণ্ড, ২২ জনের নামে নিয়মিত মামলা দেওয়া হয়। পাশাপাশি নিলাম থেকে ৯৭ হাজার টাকা আয় হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।