স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় স্বামীর মারধরে রীনা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ভাড়াটিয়া স্বামী-স্ত্রী আলমগীর হোসেন ও রীনা আক্তার স্থানীয় একটি বাসায় বসবাস করতেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আলমগীর তার স্ত্রী রীনাকে মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক রীনাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মিরসরাই থানা পুলিশ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বামী-স্ত্রী দুজনই চট্টগ্রাম ইপিজেড (বেপজা) অর্থনৈতিক অঞ্চলের খাইশি কোম্পানিতে চাকরি করতেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
