ঢাকাSunday , 19 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান

admin
October 19, 2025 6:28 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, খাদ্যশস্য, কৃষি যন্ত্রাংশ ও নগদ অর্থ বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

রবিবার (১৯ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি।

মানবিক সহায়তার অংশ হিসেবে ঘর নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১০ বান্ডেল ঢেউটিন, ২০টি পরিবারে খাদ্য সহায়তা, একজন নারীকে স্বাবলম্বী করতে ১টি সেলাই মেশিন, ৫টি পরিবারে কৃষি উপকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ও পাঠ্যবই বিতরণ করা হয়।

এছাড়া অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা, মসজিদ, এতিমখানা ও শিক্ষার্থীদের মাঝে নগদ প্রায় ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধেই নয়-এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তার ক্ষেত্রেও রামগড় ব্যাটালিয়নের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ সময় জোন উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক শামসুল হক, এবং বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।