ঢাকাSunday , 19 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সোনাগাজী থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

admin
October 19, 2025 7:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফেনীর সোনাগাজীতে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১৯ অক্টোবর) ভোর রাত্রে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আলিফ আল গনি বলেন, রোববার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাইকপাড়া এলাকার মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে একটি শপিং ব্যাগ ভর্তি দু’টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, গত কয়েকদিন ধরে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন যুবদল নেতার ৩ বছরের শিশু আগ্নেয়াস্ত্র নিয়ে খেলাধুলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরও প্রশাসনের অস্ত্র উদ্ধারে তৎপরতা না থাকায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক দেখা দেয়।

স্থানীয়রা জানায়, সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া অস্ত্রটি শিশুর হাতে প্রদর্শিত একই অস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এটি হাত বদল হয়ে বগাদানা ইউনিয়নে চলে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।