ঢাকাMonday , 20 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাই উপজেলার দুই থানা পুলিশের অভিযানে : ১১ আসামি গ্রেফতার

admin
October 20, 2025 7:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার দুই থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার ১১ আসামি গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে রাতে মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই থানার ওসি।

মিরসরাই থানার গ্রেফতার ব্যক্তিরা হলেন- থানার চুরি মামলার আসামি মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউল্ল্যাহ পাড়া এলাকার জোনালী মিস্ত্রি বাড়ির মো. জাফর আহম্মদের ছেলে মো. জাহাঙ্গীর (৩২), মাদক মামলায় মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী এলাকার শেখ হামিদ মুন্সি বাড়ির মৃত আকরামুল হকের ছেলে মো. নাজমুল হক (৩২), ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী এলাকার মাল বাড়ির মো. খাইরুল বশরের ছেলে মো. আমির হোসেন প্রকাশ সেলিম (৩৫) ও আবদুল কাইয়ুমের ছেলে মো. রিয়াদ হোসেন (২৮)। তাদের কাছ থেকে ৩২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।

জোরারগঞ্জ থানার গ্রেফতার ব্যক্তিরা হলেন- মৃত আব্দুস হালিম মধুর ছেলে মো. জিয়াউদ্দিন বাবলু (৩০) ও একই এলাকার আব্দুল মমিনের ছেলে মো. রিয়াদ হোসেন (২৬)। তারা ফেনী জেলার ছাগলনাইয়া থানার ছাগলনাইয়া পৌরসভার বাসিন্দা। এছাড়া সন্দিগ্ধ আসামি ভুজপুর থানার দাতামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাই এলাকার বালুটিলা মোস্তফা সওদাগর বাড়ির মো. জামালের ছেলে মো. রাব্বি (২০), নুর মোহাম্মদের ছেলে মো. শহিদ (২০), করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার মো. ইউসুফের ছেলে ইমতিয়াজ (১৯) ও কয়লা ইসলামাবাদ এলাকার আমির হোসেলের ছেলে আশিকুর রহমান প্রকাশ রাফি (২০) ও বারইয়ারহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার লালের বাপের বাড়ির মৃত শাহজাহানের ছেলে মো. খানসাব (৩৮)। তার বিরুদ্ধে থানায় জোরারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুরি রহমান বলেন, উপজেলার মায়ানী ইউনিয়নের মালটোলা এলাকায় তিন যুবক অবৈধ দেশীয় তৈরি চোলাইমদ বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এছাড়া অপর একটি অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, মিরসরাই থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। গ্রেফতার আসামিদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।