স্টাফ রিপোর্টার : বিভিন্ন ধরনের অপরাধ দমনে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় এনেছে পৌরসভা কর্তৃপক্ষ।
পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভির ক্যামেরায় পুরো পৌরসভা নজরদারির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করায় খুশি পৌর এলাকাবাসী।
আশা করা হচ্ছে, সিসি টিভি ক্যামেরায় নজরদারির ফলে খুব সহজেই চুরি-ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা অগ্রণী ভূমিকা পালন করবে। এতে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগন।
বারইয়ারহাট পৌরসভা-সহ পুরো মিরসরাই উপজেলায় বিভিন্ন কারণে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়া এবং এসব অপরাধ নিয়ন্ত্রণে ৫০টি সিসিটিভি ও পৌরসভাব্যাপী ৬০টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লাগানো হয়েছে আইপি ক্যামেরা।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার জানান, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি ও হানাহানিসহ বিভিন্ন ধরনের অপরাধ কমছে।
সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে চুরি ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত খবর হচ্ছে। আশা করি সিসিটিভি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের ফলে এসব অপরাধ অনেকাংশে কমে যাবে।
