ঢাকাTuesday , 21 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ : আটক ১

admin
October 21, 2025 6:50 pm
Link Copied!

কক্সবাজারের উখিয়া ও এর আশপাশের এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কার্যক্রম পরিচালনা করে।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তারা দৌড়ে পালায়। পরে তল্লাশিতে একটি নীল গেঞ্জিতে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর তিনটি নীল বায়ুরোধী প্যাকেট থেকে মোট ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় কোটি টাকা। অভিযান পরিচালনাকারী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’

অন্যদিকে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিশেষ অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা জব্দ করে।

অভিযানে এক রোহিঙ্গা যুবক, আবুল কালাম (২৭), আটক হয়।

এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে চ্যালেঞ্জ করলে ব্যাগে থাকা ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন ও এপিবিএন উভয়েই জানায়, এই ধরনের অভিযান মাদক চোরাচালান দমন ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।