ঢাকাFriday , 24 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ; আমার কিছুই করতে পারবে না!

admin
October 24, 2025 10:45 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : আমার কথার আগে পিস্তল চালাতে হয়। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ; আমার কিছুই করতে পারবে না ; এমন হুমকি দেওয়া এক সন্ত্রাসীকে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর আদাবর এলাকা থেকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া সন্ত্রাসীর নাম মিলন।

বিষয়টি সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিঅগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কথার আগে পিস্তল চালাইতে হয়’—এমন দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আলোচনায় আসেন যুবক মিলন। তার দেওয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তিনি এক ব্যক্তিকে হুমকি দিয়ে বলেন, তার কাছে পিস্তল আছে এবং তিনি সেনাবাহিনী, র‌্যাব বা পুলিশের কোনো ভয় পান না। তাকে যে বাহিনী ধরতে আসবে, তার বাপের গায়ে জ্বর। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিরাপত্তা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা নজরদারি শুরু হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা বলেন, মিলনের কাছে সত্যিই অস্ত্র ছিল কি না, কিংবা তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার উদ্দেশ্যেই মিলন এমন উসকানিমূলক ভিডিও প্রকাশ করেছিলেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।