ঢাকাWednesday , 29 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় গাঁজা-ইয়াবা উদ্ধার : গ্রেপ্তার ৪

admin
October 29, 2025 12:51 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবা ও ৬২ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক আসামিরা হলেন : বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার সরদারের ছেলে মেহেদী (২৩), বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামের আলতাফ মৃধার ছেলে আরিফুর রহমান (২২), একই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের সায়েম মৃধার ছেলে মাহফুজ (২১) এবং পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নেছার শিকদারের ছেলে রাজিব (২২)।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দশমিনা থানার (এসআই) গোবিন্দ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ইউনিয়নের কলোনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, (এসআই) সগীর মিয়া ও এএসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চর হোসনাবাদ এলাকায় আরশেদ সিকদারের বাড়ির সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় আরিফুর রহমান ও মাহফুজকে আটক করেন। তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া, রাত সাড়ে ১১টার দিকে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ইউনিয়নের কলোনি বাজারের তসলিম আকনের দোকানের সামনে অভিযান চালিয়ে রাজিবকে আটক করেন। এসময় তার প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।