স্টাফ রিপোর্টার : ফেনীতে ২৪ ঘণ্টায় পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক নারী ও এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রয়েছে। একজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে নিজ ঘর থেকে আয়েশা আক্তার জুঁথি (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বসতঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ইট বোঝাই একটি ট্রলির চাপায় নূর মোহাম্মদ তানভীর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মাছিমপুরে এ ঘটনা ঘটে। নিহত তানভীর লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, প্রবাসী মামা ছুটিতে বাড়ি এলে তানভীর নানা বাড়ি মাছিমপুরে আসে। মামার সঙ্গে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে মাছিমপুরে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, আয়েশার মৃত্যুর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করছি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শিশু তানভীরের মৃত্যুর বিষয়ে ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে এদিন সকাল ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ষাটোর্ধ্ব এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি আবুল বাশার বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
