স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যাবিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকবর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম বাবুল,জাহাঙ্গীর এলাহী, এডভোকেট ইউচুপ আলম মাসুদ, আরফিন সাইফুল, শামসুদ্দিন স্বপন,আবু বক্কর,রেজাউল হাসান রাকিব,মোঃ জসিম উদ্দিন, তারেক চৌধুরী, লোকমান সহ জেলা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
