ঢাকাThursday , 20 November 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা টেবলেট সেবন ও বহনের দায় যুবকের কারাদণ্ড!

admin
November 20, 2025 9:52 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবন ও বহনের অভিযোগে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের মহিপুর থানাধীন রাজা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি টিম মিজানুর রহমানের মোটরসাইকেলে তল্লাশি চালায়।

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেন।‌

পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৯(১)(গ) ধারা এবং ৩৬ ধারার সারণি-১৬ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আটক মিজানুর রহমান কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনিসুর রহমানের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড প্রদান করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।