ঢাকাSunday , 30 November 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পেট থেকে ৭৮০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার : গ্রেফতার ৪

admin
November 30, 2025 9:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন : সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নূর (২৫) ও নাসির উদ্দিন (১৯)।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, শনিবার দুপুরে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে চারজন মাদক ব্যবসায়ী বিশেষ কায়দায় পেটের ভেতর ইয়াবা লুকিয়ে ঢাকার জেনেভা ক্যাম্পে প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের পেটের ভেতর ইয়াবা রয়েছে।

পরবর্তীতে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করে চিকিৎসকরা পেটের ভেতর বিশেষ কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথের মাধ্যমে মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।