ঢাকাMonday , 1 December 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক অস্ত্রসহ আটক

admin
December 1, 2025 1:45 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ১৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিল্টন মল্লিককে অস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১)।

রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১১ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-১ এর নারায়গঞ্জের একটি অভিযানিক দল যশলং এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আসামি মিল্টন মল্লিককে আটক করা হয়।

এরপর আইনগত প্রক্রিয়া শেষে, রবিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে, মুন্সিগঞ্জ সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও ত্রাসের সৃষ্টি করে আসছে।

সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি সহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে সে।

এর আগে, চলতি বছরের ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭ টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চর এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিল অভিযুক্ত ব্যক্তি ও তার গ্রুপের সদস্যরা।

গ্রেফতারকৃত ব্যক্তি, মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে মিল্টন মল্লিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।