ঢাকাSunday , 7 December 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ : গ্রেপ্তার ৪

admin
December 7, 2025 7:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যাছড়ি এলাকা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন :  শিমুল দাস (৩৫), সাজ্জাদ ইসলাম (২২), মহিবুল্লা হাসান (২৩) ও রনি তঞ্চঙ্গ্যা (২৪)।

এরমধ্যে শিমুল দাস বাঙ্গালহালিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই এলাকার মৃত চিত্র রঞ্জন দাসের ছেলে, সাজ্জাদ পাথরবন পাড়া এলাকার শফিকুল ইসলাম মিঠুর ছেলে, মহিবুল্লা শফিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ঘিলাছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি গ্রামের গোলদধন তঞ্চঙ্গ্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সেনা জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি শিমুল দাসের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। একই সাথে গাড়িতে থাকা চারজনকে আটক করার পাশাপাশি মালামালগুলোও জব্দ করা হয়।

আরও জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরভভাটা-শিলকবহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।