স্টাফ রিপোর্টার : মেহেরপুরের মুজিবনগর থেকে ১৯৯ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্যের সিরাপসহ মিনারুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের বাদল মণ্ডলের ছেলে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সিপিসি-৩, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বি এন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোর পৌনে ছয়টার দিকে র্যাব ঢাকা ইন্টেলিজেন্ট ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুজিবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে পাখি ভ্যানে বহন করা পলিথিনের বস্তায় মোড়ানো ১৯৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্যের সিরাপসহ মিনারুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় মাদকদ্রব্য বহনের পাখি ভ্যানটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
আটক মিনারুল ইসলামের বিরুদ্ধে মুজিবনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪ (গ) এর ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
