ঢাকাSaturday , 27 December 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সড়ক সংস্কার করলো কৃষকদল

admin
December 27, 2025 6:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে কৃষকদল।

শনিবার (২৭ ডিসেম্বর) মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে সকালে এ সংস্কারকাজ শুরু হয়।

সরকারটোলা এলাকার মানিক সরকারলাল সড়কে চলমান সংস্কারকাজে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।

এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘জনদুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করেই স্বেচ্ছাশ্রমে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষকদল এ ধরনের জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকবে।’

সংস্কারকাজে আরও অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ দুই ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।