সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সফরসূচি ও কর্মসূচি
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ জানুয়ারি ঢাকা থেকে বিমানে প্রথমে কক্সবাজার যাবেন তারেক রহমান।
সেখানে তিনি চকরিয়ায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারত শেষে সড়কপথে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন এবং বিকেলে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেবেন। কর্মসূচি শেষে ওইদিন রাতে তারেক রহমানের চট্টগ্রামেই অবস্থান করার কথা রয়েছে।
সর্বশেষ সফর ও প্রস্তুতি
নাজিমুর রহমান আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে।
তিনি সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রাম এসেছিলেন। সেই হিসেবে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর তিনি বন্দরনগরীতে পা রাখছেন।
তবে আসন্ন এই সফরে তারেক রহমানের সফরসঙ্গী কারা থাকবেন, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।
