মো. ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পার্টি মাটিরাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও উপজেলা এনসিপির নেতা লিটন বিশ্বাসের নেতৃত্বে জাতীয় পার্টি ও এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতা-কর্মী।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক এমপি (২৯৮ নং খাগড়াছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া’কে ফুলের তোড়া দিয়ে দল পরিবর্তনের এ ঘোষণা দেন তারা।
এ সময় আলাউদ্দিন বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শ ও খাগড়াছড়ির মাটি মানুষের নেতা ওয়াদুদ ভূইয়া’র আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, এই গণযোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো।
আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবযোগদান কারীরা বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন, সদস্য সচিব ফোরকান ইমামিসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
