ঢাকাTuesday , 13 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৭০ বোতল ইসকুফ সিরাপ উদ্ধার : গ্রেফতার ৩

admin
January 13, 2026 4:44 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজার এলাকা থেকে ৭০ বোতল ইসকুফ সিরাপ ও দুইটি মোটরসাইকেলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পাশাপাশি মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ভারতে কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও ইসকুফ সিরাপ দিয়ে নেশা করাটা মহামারির মতো আকার ধারণ করেছে। নেশাদ্রব্য হিসেবে ব্যবহারের কারণে ভারত এরই মধ্যে নিষিদ্ধ করেছে এটি। তবে সীমানা পেরিয়ে মাদকটি জায়গা নিয়েছে বাংলাদেশেও।

গ্রেফতার আসামিরা হলেন : রবিউল ইসলাম (৪৬), মো. পারভেজ হোসেন (২২) ও মো. অমিত ভূঁইয়া (২৬)।

পুলিশ জানায়, সোমবার রাতে হাতিরঝিলের মগবাজার রেল ক্রসিং সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।