স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাঁদা নেব না, কাউকে চাঁদা নিতেও দেব না। নিজেরা দুর্নীতি করব না, আর কাউকে দুর্নীতি করতেও দেব না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণের জন্য একটি জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত থাকবে না। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যেখানে অর্থের বিনিময়ে বিচার কেনা যাবে না। সেখানে বিচার হবে গরিব-ধনী, শিক্ষিত-স্বল্পশিক্ষিত—সবার জন্য সমান।‘
জামায়াত আমির বলেন, ‘আমরা সেই বাংলাদেশ চাই না, যেখানে দেশের টাকা লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলার স্বপ্ন দেখা হবে। বেগমপাড়ায় লুটের টাকা পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’
