ঢাকাFriday , 23 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গার দূর্গম এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় ; পৌর বিএনপি

admin
January 23, 2026 7:00 pm
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) এর প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া’র পক্ষে দ্বিতীয় দিনের মতো ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দূর্গম পাহাড়ি জনপদ এলাকায় পায়ে হেটে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল সরকার, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.শহীদুল ইসলাম,পৌর কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু মির্জা, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর নবী, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দিদার হোসেন, আসাদ,ফিরোজ সহ পৌর ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির উন্নয়নের রূপকার কিংবদন্তী নেতা পাহাড়ি ও বাঙ্গালীর সম্প্রীতির প্রতীক ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড সহ আটটি প্যাকেজের মাধ্যমে অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভূইয়া কাজ করে যাবেন।

আপনাদের ভোটে প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর এমনকি গ্রাম পর্যায়ে ওয়াদুদ ভূইয়া’র উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইতিমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়াদুদ ভূইয়া’র সালাম পৌছিয়ে দিতে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরপরই শতাধিক টিম প্রচারণা শুরু করেছে।

প্রচারণার প্রথম দিনেই ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে।

ভোটাররা বলছেন, তারা ১৭ বছর ধরে নির্বিঘ্নে ভোট দিতে পারেননি।

খাগড়াছড়িবাসী সর্বোচ্চ ভোটে ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে খাগড়াছড়ি ওয়াদুদ ভূইয়া তথা বিএনপি’র ঘাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।