স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকি-টকি সেট এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ ও মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং হামিদুল্লাহ নামের তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামি দুইজন দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
