ঢাকাSaturday , 24 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ; গ্রেপ্তার ১০

admin
January 24, 2026 7:40 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের পেকুয়া থানার পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৯ জন ও একটি হত্যা মামলার এজাহারনামীয় ১ জনসহ মোট ১০ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। 

থানা সূত্রে জানায় পুলিশ সুপারের নির্দেশনায় এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পেকুয়া থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, এসআই (নিঃ) পল্লব কুমার ঘোষ, এএসআই (নিঃ) মোঃ মোরশেদ আলম, এএসআই (নিঃ) সুমন কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-৯৮২/২৩ এর পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করেন।

আসামিরা হলেন ; আবদুল মোনাফের পুত্র  মো. আরকান (১৯), মো. ফোরকান (২১), আব্দুল মোতালেবের পুত্র আবদুল মোনাফ (৪৫), আবদুল খালেক (৪২), মৃত নুরের পুত্র আবুল কালাম, আবুল হোসেন (৪৩) ও আবদুল মোতালবের পুত্র আবুল কাশেম (৪০)।

এছাড়া এসআই (নিঃ) উগ্যজাই মারমা সঙ্গীয় ফোর্সসহ বাইম্যাখালী এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-৯১২/২৪ এর পরোয়ানাভুক্ত শামসুল আলমকে এবং এএসআই (নিঃ) মোঃ মোরশেদ আলম উজানটিয়া ইউনিয়নের ষাট ধুনিয়াপাড়া এলাকা থেকে জিআর-৩১৭/২৫ (সদর) মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাবের আহমদকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে এসআই (নিঃ) সুনয়ন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি সেলিনা আক্তারকে আটক করেন।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল আলম বলেন, পলাতক পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।