ঢাকাFriday , 29 November 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোগ নয়, মানুষের সেবার জন্য মন প্রস্তুত রাখুন: জামায়াত আমির

admin
November 29, 2024 7:52 pm
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সময়ে দলকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। তিনি বলেন, “ভোগ নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মন প্রস্তুত রাখতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।”

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সী শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর বলেন, “এবার ব্যর্থ হলে দেশের মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। আমাদের সব কাজে সৎ, পরিশ্রমী এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে।”

তিনি আরও বলেন, “যে যেখানে আছেন, সেখান থেকেই দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। জামায়াতের প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। কোনোভাবেই যেন এই ভালোবাসা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

এদিন প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াসিন আরাফাত ও সালাউদ্দিন আইয়ূবী এবং সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন।

প্রীতি সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি রেজাউল করিম শাকিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ এবং ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি, সেক্রেটারি ও শাখার দায়িত্ব পালনকারী সাবেক সদস্যবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এই প্রীতি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতি চারণা এবং শহীদি পরিবার ও আহত সদস্যদের বক্তব্য ছিল। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে প্রায় ৭০০ ডেলিগেট অংশ নেন।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা ধরে রাখাই মূল চ্যালেঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।