ঢাকাSaturday , 30 November 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ০১

admin
November 30, 2024 4:38 pm
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক একজন’কে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।

  • এবিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রামের ফটিকছড়ি থানার পৌর এলাকার একটি ভাড়া বাসায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফটিকছড়ি পৌর এলাকার উত্তর ধুরুংস্থ দুলাল সাহেবের বাড়িতে অভিযান পরিচালনা করে একজন’কে গ্রেফতার করে র‍্যাব হেফাজতে নেয়’। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মিনহাজ শেখ (১৯)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার কুপুরিয়া গ্রামের মোঃ শফিকুল শেখের ছেলে। বর্তমানে সে ফটিকছড়ি থানার উত্তর ধুরুং এলাকায় ভাড়া বাসায় থাকে। পরে আসামির দেওয়া তথ্য মতে তিনটি সাদা রংয়ের বস্তার ভিতর হতে ২৭ কেজি উদ্ধার করা হয়।

এছাড়াও আসামি আরো জানায়, ‘ফটিকছড়ি থানার নাজিরহাট ৮নং ওয়ার্ডের মাহবুব প্লাজার ৪র্থ তলায় একটি ফ্ল্যাট বাসায় তার অপর এক সহযোগী আরো অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। পরে আভিযানিক দল সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাট বাসা হতে তার সহযোগী রুহুল আমিন কৌশলে পালিয়ে যায়’।

এসময় র‍্যাব হেফাজতে থাকা আসামির দেখানো মতে তার সহযোগীর বাসা হতে তিনটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার সহ দুটি স্থান থেকে সর্বমোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

র‍্যাব আরো জানায়, ‘গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশীদামে বিক্রয় করে আসছিলো’। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাকে চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।