ঢাকাThursday , 5 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩

admin
December 5, 2024 12:54 am
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক তিনজনকে নিজেদের সদস্য দাবি করেছেন বজরং দলের একজন নেতা।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।

অভিযোগ উঠেছে, বুধবার (৪ ডিসেম্বর) রাতে বারাসাত রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য।

এ সময় বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের তিন সদস্যকে আটক করেন।

আটকরা হলেন- সুবীর দাস, আর্য দাস ও রিপন চ্যাটার্জি।

তবে এ বিষয়ে পুলিশ কিছু না জানালেও বারাসাত বজরং দলের নগর সহ-সংযোজক বাপন বিশ্বাস তাদের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বারাসাত থানা পুলিশ আমাদের বজরং দলের সদস্যদের গ্রেফতার করেছে। যদি পুলিশ তাদের না ছাড়ে, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।