ঢাকাMonday , 16 December 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

admin
December 16, 2024 12:04 am
Link Copied!

নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন মামলায় নাটোরের সাত উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে সাত থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে নাটোর সদরে ৯ জন, বড়াইগ্রাম উপজেলায় ৯ জন, নলডাঙ্গা উপজেলায় একজন, বাগাতিপাড়ায় একজন, লালপুরে চারজন, গুরুদাসপুরে চারজন এবং ও সিংড়া উপজেলা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।