ঢাকাTuesday , 31 December 2024
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেদেপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথম বারের মতো ওয়াজ ও দোয়া মাহফিল

admin
December 31, 2024 8:15 pm
Link Copied!

খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো বেদেপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াজ ও দোয়া মাহফিলস মাজের মূলধারা থেকে পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী হচ্ছে বেদে সম্প্রদায়।

যাযাবর এ সম্প্রদায় স্থানীয়ভাবে পরিচিত বাদিয়া বা বাইদ্যা নামে। স্থায়ীভাবে এদের কোনো বসতি না থাকায় রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এরা বঞ্চিত ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ থেকেও। জাতিতে এরা মুসলমান হলেও মুসলিম কৃষ্টি-কালচার ও মূল্যবোধ এদের মধ্যে নেই। ফলে প্রায়ই বেদে সম্প্রদায়ের লোকেরা জড়িয়ে যাচ্ছে নানা অন্যায় ও অপরাধমূলক কাজের সঙ্গে।

অবহেলিত এ জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাইন গ্রামের বেদেপল্লীতে আজ দিনভর অনুষ্ঠিত হয়েছে ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলে বক্তারা তাদের নববী আদর্শ ও ইসলামি মূল্যবোধের আলোকে জীবন গড়ার জন্য উৎসাহিত করেন। খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান তালুকদার এর সঙ্গে কথা বলা জানা যায়,বেদেপল্লীতে ফাউন্ডেশন এর পক্ষ থেকে মসজিদ ও মাদরাসা করার ইচ্ছা আছে তাদের। তিনি আরও বলেন,মাদরাসায় বেদেপল্লীর বাচ্চাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও ব্যবস্থা থাকবে। বয়স্কদের জন্য থাকবে কুরআন, সামাজিক শিষ্টাচার ও মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা। মা-বোনদের জন্য থাকবে তালিমের ব্যবস্থা।

বেদেপল্লীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,তাদের নিয়ে এমন আয়োজন এটাই প্রথম। এতে তারা অনেক খুশি এবং উচ্ছ্বসিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।