ঢাকাSaturday , 11 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ০৩

admin
January 11, 2025 7:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর ফতেয়াবাদ এলাকার আনার আলী টেন্ডলের বাড়ীর মোঃ জসীম উদ্দিনের ছেলে মোঃ খাইরুল ইসলাম জিহান(২৯), ও একই এলাকার মোঃ হারুনের ছেলে মোঃ আজিম উদ্দিন মিজান (৩০) এবং অপরজন হলেন চট্টগ্রামেের ফটিকছড়ি থানার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মিন্টু দাসের ছেলে অপি দাস (২৪)।

শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া)৷ মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় একটি বিল্ডিংয়ের পিছনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় র‌্যাব সদস্যরা তিনজন’কে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে গ্রেফতারকৃত আসামিদের প্যান্টের পকেট হতে ৫টি পলিজার প্যাকেটে সর্বমোট ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। শনিবার আসামিদের চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।