ঢাকাWednesday , 15 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ লাখ টাকা ছিনতাই

admin
January 15, 2025 11:09 am
Link Copied!

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে চোখ বেঁধে জিম্মি করে এক এজেন্ট ব্যাংক কর্মচারীর কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ (৬৮) অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা তুলে প্রথমে বাসে করে ও পরে অটোরিকশায় করে একই ব্যাংকের ভবানীপুর এজেন্ট শাখায় ফিরছিলেন তিনি।

এসময় পথে ইছাপুরা ইউনিয়নের কাঠালতলী এলাকায় পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে একটি সাদা মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে।

পরে মাইক্রোবাস থেকে নেমে আসা ৩-৪ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মাইক্রোবাসে তোলে।

এতে বাধা দিলে দুর্বৃত্তরা আফজাল শেখের চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

ব্যাংক কর্মচারী আফজাল শেখ বলেন, লোকগুলো আমাকে একপর্যায়ে হ্যান্ডকাফ খুলে চোখ বাঁধা অবস্থায়ই সড়কের ওপর ফেলে দেয়। চোখ খুলে আমি জায়গাটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণগঞ্জ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকা চিহ্নিত করে। সেখান থেকে পরে নিজেই গাড়িতে করে বাড়ি ফিরে আসি।

ভবানীপুর এজেন্ট শাখার পরিচালক কামাল শেখ জানান, শাখাটিতে দারোয়ান হিসেবে কর্মরত আফজাল শেখকে মঙ্গলবার টাকা তুলতে পাঠান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন জানান তিনি।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।