ঢাকাTuesday , 21 January 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিয়ালের আক্রমণে ছয়জন আহত,একজনের কান নিয়ে গেলো!

admin
January 21, 2025 11:42 pm
Link Copied!

লালমনিরহাটে হঠাৎ শিয়ালের আক্রমণ বেড়েছে। দুদিনের ব্যবধানে শিয়ালের আক্রমণে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের কান ও আরেকজনের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানান, দুইদিন ধরে একটি শিয়াল লালমনিরহাট শহরের মিশন মোড়, বটতলা মোড় ও পুলিশ লাইন এলাকায় ঘোরাফেরা করছে।

পথচারী দেখলেই আক্রমণ করছে। গত দুদিনে ছয়জনকে আক্রমণ করা হয়েছে। আক্রমণে একজনের কান ও আরেকজনের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক সাইদুল ইসলাম বলেন, তার দোকানের সামনেই একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে।

এসময় শিয়ালটি কুকুর আক্রমণ করতে গেলে উল্টো কুকুরগুলো ধাওয়া দেয়।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছেন। এদের মধ্যে আলিফ নামের এক শিশুও রয়েছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরও ৫-৬ জন পথচারীকে শিয়াল কামড় দিয়েছে বলে শুনেছি। কিন্তু তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।

লালমনিরহাট বন বিভাগের ফরেস্টার মাহবুবুল হক বলেন, খাবার সংকট এবং বাসস্থানের অভাবের কারণে হয়তো শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।