ঢাকাThursday , 23 January 2025
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পটিয়ায় মিলল হাত-পা, মুখ বাঁধা মরদেহ

admin
January 23, 2025 12:40 pm
Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আজিমপুর মধ্যমপাড়া মিয়ার হাট এলাকার কৃষি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, স্থানীয় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাল প্লাস্টিক দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদহেটি এ নির্জন জায়গায় ফেলে রেখে গেছে খুনিরা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অন্য কোন স্থানে হত্যা করার পর এখানে লাশ ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তে কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।