ঢাকাWednesday , 19 February 2025
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হিমাগার থেকে চুরি হওয়া মালামালসহ, আটক ৪

admin
February 19, 2025 11:12 pm
Link Copied!

জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী এলাকায় আরবি প্যাসালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড নামক একটি আলুর হিমাগারে চুরি হওয়া মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জীবনপুর দক্ষিণ পাড়া গ্রামের নজমুল হোসেনের ছেলে সজিব মিয়া (২৬),জীবনপুর চকপাড়া গ্রামের ওবাইদুল প্রামাণিকের ছেলে সোহাগ প্রামানিক (২৭),সোনাতলা উপজেলার লোহাগড়া গ্রামের আহম্মেদ আলী প্রামাণিকের ছেলে শামীম (৩০), শাহজাহানপুর উপজেলার কানাইঘাট গ্রামের মাসুদ প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা চলতি বছরের  ৮ জানুয়ারি আরবি প্যাসালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড নামক একটি আলুর হিমাগারের  মেশিন রুমের তালা কেটে প্রবেশ করে অপারেটর সহকারী  জুয়েলসহ সকলকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ও রফিকুল ইসলামকে জখম করে এবং অন্যান্যদের জখম করার ভয় দেখে অফিস কক্ষে থাকা  আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৮ লাখ ৫০  হাজার টাকা। একটি মোটরসাইকেল, ট্রান্সফরমার, কমপ্রেসার ট্রান্সফরমার ও নিটকুলারসহ সর্বমোট ৩৫ লাখ ৪৬  হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় কালাই  থানায় মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃত চোর  চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে চুরি করে আসছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।