ঢাকাThursday , 20 February 2025
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ের বারইয়ারহাটে র‍্যাবের অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

admin
February 20, 2025 2:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌর রেল ক্রসিং এলাকা হতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম সেলিম’কে (৪৮) দীর্ঘ ২৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি হলেন, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাপানিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২০০১ সালে ফেনী সদর থানার অস্ত্র আইনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়াহাট রেলক্রসিং এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে আসামী’কে জিজ্ঞাসাবাদে সে উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।

এছাড়াও সে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৪ বছর চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।