ঢাকাFriday , 22 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা-ছিনতাই, দু’জনকে ২ বছরের কারাদণ্ড

admin
August 22, 2025 9:32 pm
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সেন্টমার্টিন নামের একটি বাসের মধ্যে ধর্ষণচেষ্টা ও  ছিনতাই করা হয়।

ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে দু’জনকে আটক করে মোবাইল কোর্ট আইনে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন নামের একটি বাসে এ ঘটনা ঘটে।

এর আগে আটক ব্যক্তিদের মোবাইল কোর্টের মাধ্যমে তৎক্ষণাৎ শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

‎ভুক্তভোগীর বন্ধুরা জানান, আমরা কল পেয়ে ঘটনাস্থলে আসি। আমাদেরকে ভুক্তভোগী জানিয়েছে যে, সে ঢাকা যাওয়ার উদ্দেশে সেন্টমার্টিন নামক বাসে উঠে। বাসে আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তখন বাসের স্টাফরা তার ল্যাপটপ, মোবাইল ও গহনা ছিনতাই করে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর হাত বেঁধে বাস থেকে ফেলে দেওয়া হয়।

সদর দক্ষিণ থানার ওসি সেলিম বলেছেন, আমাদেরকে কল দেওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে দু’জন আটক অভিযুক্তকে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। আমরা থানায় গিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

‎উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, যে দুই জনকে আটক করা হয়েছে, আমরা মোবাইল কোর্ট অনুযায়ী দুই বছরের কারাদণ্ড দিয়েছি। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে। ভুক্তভোগীর যে ক্ষতি হয়েছে তা আটক বাসের মালিকদের কাছ থেকে আদায় করা হবে। কিন্তু শিক্ষার্থীরা আমাদের কথা না শুনে শুধু শুধু হট্টগোল করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।