অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল পাচারের সময় পুলিশের তিন সোর্সকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে উপজেলার চুনতি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনা ক্যাম্পের একটি টিম তাদের হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন : উপজেলার আমিরাবাদ সুখছড়ি গ্রামের মৃত হাছি মিয়ার ছেলে রমিজ উদ্দিন (৩৫), একই উপজেলার সাতর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে নাজিম উদ্দিন (৪০) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে তাজুল ইসলাম (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ব্যক্তি ফেন্সিডিল ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ক্যাম্পে নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে থানায় হস্তান্তর করে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক রমিজ উদ্দিন দাবি করেন, ফেন্সিডিলের বোতলগুলো লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন তাদের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, এগুলো ফেন্সিডিল কি না তারা জানতেন না।
এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চুনতি এলাকায় পুলিশের কিছু অসাধু সদস্য ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সোর্সদের মাধ্যমে মাদক ব্যবসা চালানো হচ্ছে। একাধিকবার অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (২২ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। কোনো পুলিশ সদস্য জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
অন্যদিকে সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই কঠোর।
