হযরত শাহজালাল বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার ; গায়ানা নাগরিক আটক।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের গোপন তথ্য ও নির্দেশনায়, একই দপ্তরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত উক্ত দপ্তরের বি-শিফট এর ডেপুটি কমিশনারের নেতৃত্বে মঙ্গলবার (২৬ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আগত গায়ানা’র একজন মহিলা যাত্রীর লাগেজ হতে ৮•৬৬ কেজি কোকেন(মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগন কর্তৃক প্রাথমিকভাবে কোকেন হিসেবে শনাক্তকৃত) আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩০(একশত ত্রিশ) কোটি টাকা।
মাদকদ্রব্য আটকের এ ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
