অনলাইন ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ারেস নিজ অস্ত্রের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কাটাখালি থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএমপির একটি সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে এসআই ওয়ারেস তার নামে ইস্যুকৃত পিস্তল নিয়ে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত এক রাউন্ড গুলি ছোড়া হয়, যা তার উরুতে বিদ্ধ হয়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ওসি আব্দুল মতিন আরও জানান, পিস্তলে সামান্য একটি যান্ত্রিক ত্রুটি ছিল, যা এসআই ওয়ারেস ঠিক করছিলেন। এ সময় হঠাৎ করে একটি গুলি বের হয়ে যায়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রাত ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।
