অনলাইন ডেস্ক : সৌদি আরবের আল খোবার শহরে নিজের তিন সন্তানকে বাথটাবের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন এক ভারতীয় নারী। সাইদা হুমাইরা আমরিন নামের ওই নারী ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা।
সন্তানদের হত্যার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) ভিজিট ভিসায় সৌদি আরবে থাকা আমরিন নিজেদের ভাড়া বাসার বাথটাবে ডুবিয়ে তার সন্তানদের হত্যা করেন।
নিহত তিন শিশুরা হলেন: সাত বছর বয়সি যমজ ছেলে সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছর বয়সি ছোট ভাই ইউসুফ আহমেদ।
প্রতিবেদনে বলা হয়েছে, ওদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে আমরিনের স্বামী মোহাম্মদ শাহনওয়াজ শিশুদের মৃত অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পরে ঘটনার তদন্তে নেমে আমরিনকে হেফাজতে নেয় সৌদি পুলিশ।
পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
আরেকটি সূত্র জানা যায়, পারিবারিক কলহের জেরেও এই ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌদি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
